ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

    বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:২৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
    • / ২৯০ বার পড়া হয়েছে

    তিন মাসের আলোচনা শেষে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

    বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে, গত ৩ এপ্রিল ট্রাম্প বিশ্বের কয়েকটি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। তখন বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল, যা পূর্ববর্তী গড় ১৫ শতাংশের তুলনায় অনেক বেশি ছিল। নতুন শুল্কহার কার্যকর হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। প্রথমে এটি ৯ জুলাই কার্যকর হওয়ার কথা থাকলেও হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা বিবেচনায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

    ট্রাম্পের ঘোষণায় অন্যান্য দেশের জন্যও নতুন শুল্কহার নির্ধারণ করা হয়েছে:
    • দক্ষিণ কোরিয়া ও জাপান: ২৫%
    • মিয়ানমার ও লাওস: ৪০%
    • দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া: ৩০%
    • মালয়েশিয়া, তিউনিসিয়া, কাজাখস্তান: ২৫%
    • ইন্দোনেশিয়া: ৩২%
    • সার্বিয়া: ৩৫%
    • কম্বোডিয়া ও থাইল্যান্ড: ৩৬%

    এই সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প সংশ্লিষ্ট ১৪টি দেশের নেতাদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন, যা ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর পাঠানো চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে এই শুল্ক আরোপ করা হচ্ছে।

    চিঠিতে ট্রাম্প আরও বলেন, “এই শুল্কহার খুবই ন্যূনতম। যদি বাংলাদেশ বা কোনো বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে এবং সেখানে পণ্য উৎপাদন করে, তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না। বরং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব অনুমোদন দেওয়া হবে।”

    এদিকে শুল্ক ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ বশিরউদ্দীন জানান, আগামী বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এই বৈঠক থেকে বাংলাদেশের জন্য কিছু ইতিবাচক ফল আসবে। বাণিজ্যসচিব মাহবুবুর রহমানও এই বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন।

    নিউজটি শেয়ার করুন

    বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

    আপডেট সময় ১১:২৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

    তিন মাসের আলোচনা শেষে বাংলাদেশসহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৭ জুলাই) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

    বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে, গত ৩ এপ্রিল ট্রাম্প বিশ্বের কয়েকটি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। তখন বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল, যা পূর্ববর্তী গড় ১৫ শতাংশের তুলনায় অনেক বেশি ছিল। নতুন শুল্কহার কার্যকর হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। প্রথমে এটি ৯ জুলাই কার্যকর হওয়ার কথা থাকলেও হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা বিবেচনায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।

    ট্রাম্পের ঘোষণায় অন্যান্য দেশের জন্যও নতুন শুল্কহার নির্ধারণ করা হয়েছে:
    • দক্ষিণ কোরিয়া ও জাপান: ২৫%
    • মিয়ানমার ও লাওস: ৪০%
    • দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া: ৩০%
    • মালয়েশিয়া, তিউনিসিয়া, কাজাখস্তান: ২৫%
    • ইন্দোনেশিয়া: ৩২%
    • সার্বিয়া: ৩৫%
    • কম্বোডিয়া ও থাইল্যান্ড: ৩৬%

    এই সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প সংশ্লিষ্ট ১৪টি দেশের নেতাদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন, যা ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর পাঠানো চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে এই শুল্ক আরোপ করা হচ্ছে।

    চিঠিতে ট্রাম্প আরও বলেন, “এই শুল্কহার খুবই ন্যূনতম। যদি বাংলাদেশ বা কোনো বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে এবং সেখানে পণ্য উৎপাদন করে, তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না। বরং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব অনুমোদন দেওয়া হবে।”

    এদিকে শুল্ক ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শেখ বশিরউদ্দীন জানান, আগামী বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, এই বৈঠক থেকে বাংলাদেশের জন্য কিছু ইতিবাচক ফল আসবে। বাণিজ্যসচিব মাহবুবুর রহমানও এই বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন।