ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

    বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা

    Jesmin Sultana Mala
    • আপডেট সময় ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
    • / ২৬৮ বার পড়া হয়েছে

    কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী।

    এ দাবিতে লাখো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ সমাবেশ করেছেন।

    কুমিল্লা বিভাগ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ মানুষ।

    কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পূবালী চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে জেলার ১৭টি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

    সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়-আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না করা হলে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ অবরোধ করা হবে।

    সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টার পর থেকেই পূবালী চত্বরে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ।

    ‘বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে কুমিল্লা বিভাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

    বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা।

    হাজার বছরের ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে পৌঁছায়, তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়।

    নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত-তবুও এখনও বিভাগ বাস্তবায়ন হচ্ছে না।

    সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, আগামী সাত দিনের মধ্যে বিভাগ বাস্তবায়ন না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি দেওয়া হবে

    নিউজটি শেয়ার করুন

    বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা

    আপডেট সময় ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

    কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী।

    এ দাবিতে লাখো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ সমাবেশ করেছেন।

    কুমিল্লা বিভাগ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ মানুষ।

    কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পূবালী চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে জেলার ১৭টি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

    সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়-আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না করা হলে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ অবরোধ করা হবে।

    সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টার পর থেকেই পূবালী চত্বরে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ।

    ‘বৃহত্তর কুমিল্লা কনটেন্ট ক্রিয়েটর’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে কুমিল্লা বিভাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

    বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা।

    হাজার বছরের ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে পৌঁছায়, তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়।

    নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত-তবুও এখনও বিভাগ বাস্তবায়ন হচ্ছে না।

    সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, আগামী সাত দিনের মধ্যে বিভাগ বাস্তবায়ন না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি দেওয়া হবে