বিসিবি সভাপতি ও ক্রিকেটারদের বৈঠক-সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতার নির্দেশনা

- আপডেট সময় ০৪:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
এশিয়া কাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত ক্রিকেটাররা। এরই মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। ছুটি শেষে গতকাল অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চুক্তিতে থাকা ক্রিকেটার ছাড়াও বিসিবির পরিচালক, মেডিকেল বিভাগের চিকিৎসক এবং কোচিং স্টাফের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বিসিবি সভাপতি ক্রিকেটারদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন।
আলোচিত বিষয়বস্তু
বৈঠকে বিসিবি সভাপতি নিজেই কিছু প্রেজেন্টেশন দিয়েছেন। মেডিকেল বিভাগ থেকেও চিকিৎসা সেবা নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। এছাড়া, প্রথম শ্রেণির ক্রিকেটের উইকেট এবং ভেন্যু সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম যতটা সম্ভব কম ব্যবহার করার এবং এ থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি।
বৈঠকে উপস্থিত এক সদস্যের ভাষ্যমতে, মিরপুর স্টেডিয়ামে একটি সুইমিংপুল তৈরি করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া, রমজানে ঢাকার অদূরে খেলা হলে সেহরি খেয়ে যেতে হয় বলে ভ্রমণজনিত সমস্যা নিয়েও কথা হয়েছে। এ কারণে ঢাকার বাইরে টুর্নামেন্ট আয়োজন করা যায় কিনা, তা নিয়েও আলোচনা হয়েছে।