বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কলিমুল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্তাধীন একটি মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। দুদকের রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।
ড. নাজমুল আহসান কলিমুল্লাহ এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ড ও ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনায় ছিলেন। বর্তমানে দুদকের মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তাধীন।