ভারতে আ.লীগ অফিস বন্ধে বাংলাদেশের আহ্বান, ভারতের অস্বীকার

- আপডেট সময় ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকার ভারতের মাটিতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানায়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের এই বিবৃতিকে ‘ভুল’ বলে দাবি করেছেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীদের মাধ্যমে ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে কার্যালয় স্থাপন এবং বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড এদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ।”
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এই বিষয়টি বাংলাদেশের জনমতকে উত্তেজিত করতে পারে এবং দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার চলমান প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে।
তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি ভারতের মাটিতে দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার কার্যক্রমকে অনুমোদন বা সহায়তা না দিতে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অফিসগুলো দ্রুত বন্ধ করতেও অনুরোধ জানানো হয়। বিবৃতিতে চলতি বছরের ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর আড়ালে আওয়ামী লীগের কিছু নেতার গণসংযোগ কর্মসূচির কথা উল্লেখ করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে আওয়ামী লীগের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে দেশটির সরকার অবগত নয়। তিনি জোর দিয়ে বলেন, ভারতের মাটিতে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয় না। ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতিটি ভুল। ভারতীয় মুখপাত্র আরও বলেন, ভারত বাংলাদেশে দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে।