ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

    কারো সঙ্গে টিউন হয়নি, তাই দাম্পত্য জীবনে জড়ানো হয়নি – মারজুক রাসেল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৭:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৪ বার পড়া হয়েছে

    প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, কেন বিয়ে করেননি অভিনেতা, কবি ও গীতিকার মারজুক রাসেল। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ প্রশ্নের উত্তর দিয়েছেন। মারজুক বলেন, আসলে কারো সঙ্গে তার টিউন হয়নি, তাই দাম্পত্য জীবনে জড়ানো সম্ভব হয়নি।

    ১৯৯৬ সালেই তিনি প্রথমবার দাম্পত্য জীবনে জড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ‘ম্যাচ’ না হওয়ায় তা পূর্ণতা পায়নি। মারজুক জানিয়েছেন, জীবনে নারীসঙ্গী প্রয়োজন নেই, এটি স্বাভাবিকভাবে জীবনেই আসে। তিনি বলেন, “একটা গাছকেও কি বলবেন, তোমার নারীসঙ্গী বা পুরুষসঙ্গী কে?

    মারজুকের প্রেমের জীবন নিয়েও আলোচনা হয়। তিনি জানান, তার পূর্বপ্রেমিকা ছিলেন জেরিন, যার সঙ্গে সিনেমা, নাটক ও বিজ্ঞাপনের কাজও হয়েছে। তিনি বর্তমানে তার সঙ্গে যোগাযোগ রাখেন না, তবে তার খোঁজ খবর রাখেন। “জেরিনের বাবা সম্প্রতি মারা গেছেন। সে ভালো থাকুক, পৃথিবীতে ভালো থাকুক,” বলেন মারজুক।

    প্রেমের বিষয়ে আরও বলেন, তিনি সবসময় প্রেমে থাকেন। “এখনো প্রেমেই আছি। একটি প্রেম থেকে আরেকটিতে যাওয়া যায় না, এটি সংখ্যাতাত্ত্বিকও নয়। প্রেম ঘটে যায়, আর যা ঘটানো হয়, তা অপ্রাকৃতিক।” জেরিনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ওই সম্পর্ক একতরফা ছিল, আমার তরফ থেকে। কিশোরবেলায় প্রকৃতি আমাকে ওই পাগলামি করাইয়া দিয়েছে।”

    মারজুক স্পষ্ট করেছেন, দাম্পত্য জীবন ও সংসার জীবন একই নয়। তিনি বলেন, “একলা থাকলেও সংসার করা যায়। আমি সংসারবিবাগী নই—মা, ভাইবোনদের নিয়েই আমাদের সংসার। দাম্পত্যে জড়ানোর জন্য ১৯৯৬ সালে চেষ্টা করেছি, ম্যাচ হয়নি। ম্যাচ না হলে সামাজিক আইন মাইনা, জোর করে ‘ম্যাচ’ করাইয়া জীবন কাটানো বা বিচ্ছেদ—এতে আমি আগ্রহী নই।”

    মারজুক বলেন, “সৃজনশীল কাজের পরিবেশ, স্থান-কাল-পাত্র—এসব মিথের কারাগার থেকে আমি মুক্তি পেয়েছি। এখন যা কিছু লিখি, তা অভিজ্ঞতা, বাস্তব ঘটনা, কল্পনা, আড্ডা, পাঠ, দর্শন, শ্রবণ, খাওয়া, ঘুম, গোসল এবং প্রেমের অংশগ্রহণ থেকে আসে।”

    মারজুক রাসেলের বক্তব্যে স্পষ্ট, তার জীবনধারা ও সৃজনশীলতা ব্যক্তিগত স্বাধীনতা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, এবং তাই তিনি সামাজিকভাবে চাপের মধ্যে এসে বিয়ে বা দাম্পত্য জীবনের শর্তে আবদ্ধ হতে চান না।

    নিউজটি শেয়ার করুন

    কারো সঙ্গে টিউন হয়নি, তাই দাম্পত্য জীবনে জড়ানো হয়নি – মারজুক রাসেল

    আপডেট সময় ০৭:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

    প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, কেন বিয়ে করেননি অভিনেতা, কবি ও গীতিকার মারজুক রাসেল। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ প্রশ্নের উত্তর দিয়েছেন। মারজুক বলেন, আসলে কারো সঙ্গে তার টিউন হয়নি, তাই দাম্পত্য জীবনে জড়ানো সম্ভব হয়নি।

    ১৯৯৬ সালেই তিনি প্রথমবার দাম্পত্য জীবনে জড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ‘ম্যাচ’ না হওয়ায় তা পূর্ণতা পায়নি। মারজুক জানিয়েছেন, জীবনে নারীসঙ্গী প্রয়োজন নেই, এটি স্বাভাবিকভাবে জীবনেই আসে। তিনি বলেন, “একটা গাছকেও কি বলবেন, তোমার নারীসঙ্গী বা পুরুষসঙ্গী কে?

    মারজুকের প্রেমের জীবন নিয়েও আলোচনা হয়। তিনি জানান, তার পূর্বপ্রেমিকা ছিলেন জেরিন, যার সঙ্গে সিনেমা, নাটক ও বিজ্ঞাপনের কাজও হয়েছে। তিনি বর্তমানে তার সঙ্গে যোগাযোগ রাখেন না, তবে তার খোঁজ খবর রাখেন। “জেরিনের বাবা সম্প্রতি মারা গেছেন। সে ভালো থাকুক, পৃথিবীতে ভালো থাকুক,” বলেন মারজুক।

    প্রেমের বিষয়ে আরও বলেন, তিনি সবসময় প্রেমে থাকেন। “এখনো প্রেমেই আছি। একটি প্রেম থেকে আরেকটিতে যাওয়া যায় না, এটি সংখ্যাতাত্ত্বিকও নয়। প্রেম ঘটে যায়, আর যা ঘটানো হয়, তা অপ্রাকৃতিক।” জেরিনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “ওই সম্পর্ক একতরফা ছিল, আমার তরফ থেকে। কিশোরবেলায় প্রকৃতি আমাকে ওই পাগলামি করাইয়া দিয়েছে।”

    মারজুক স্পষ্ট করেছেন, দাম্পত্য জীবন ও সংসার জীবন একই নয়। তিনি বলেন, “একলা থাকলেও সংসার করা যায়। আমি সংসারবিবাগী নই—মা, ভাইবোনদের নিয়েই আমাদের সংসার। দাম্পত্যে জড়ানোর জন্য ১৯৯৬ সালে চেষ্টা করেছি, ম্যাচ হয়নি। ম্যাচ না হলে সামাজিক আইন মাইনা, জোর করে ‘ম্যাচ’ করাইয়া জীবন কাটানো বা বিচ্ছেদ—এতে আমি আগ্রহী নই।”

    মারজুক বলেন, “সৃজনশীল কাজের পরিবেশ, স্থান-কাল-পাত্র—এসব মিথের কারাগার থেকে আমি মুক্তি পেয়েছি। এখন যা কিছু লিখি, তা অভিজ্ঞতা, বাস্তব ঘটনা, কল্পনা, আড্ডা, পাঠ, দর্শন, শ্রবণ, খাওয়া, ঘুম, গোসল এবং প্রেমের অংশগ্রহণ থেকে আসে।”

    মারজুক রাসেলের বক্তব্যে স্পষ্ট, তার জীবনধারা ও সৃজনশীলতা ব্যক্তিগত স্বাধীনতা ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, এবং তাই তিনি সামাজিকভাবে চাপের মধ্যে এসে বিয়ে বা দাম্পত্য জীবনের শর্তে আবদ্ধ হতে চান না।