ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

    যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন। এর অংশ হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি দলের সঙ্গে আলোচনার পর এবার আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

    বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির আহ্বায়ক মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, এলডিপির সভাপতি রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের নেতা শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান।

    এর আগে মঙ্গলবার রাতে অধ্যাপক ইউনূস বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। একইসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের সঙ্গেও তিনি বৈঠক করেন।

    জানা গেছে, সংলাপে দেশের রাজনৈতিক অচলাবস্থা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, এবং আগামীদিনের করণীয় বিষয়ে আলোচনা হয়।

    নিউজটি শেয়ার করুন

    যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

    আপডেট সময় ০৪:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন। এর অংশ হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি দলের সঙ্গে আলোচনার পর এবার আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

    বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির আহ্বায়ক মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, এলডিপির সভাপতি রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের নেতা শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান।

    এর আগে মঙ্গলবার রাতে অধ্যাপক ইউনূস বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। একইসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের সঙ্গেও তিনি বৈঠক করেন।

    জানা গেছে, সংলাপে দেশের রাজনৈতিক অচলাবস্থা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, এবং আগামীদিনের করণীয় বিষয়ে আলোচনা হয়।