রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার হবে না: আইন উপদেষ্টা

- আপডেট সময় ০৬:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৩২০ বার পড়া হয়েছে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, যেকোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না। তিনি ভিন্নমত ও প্রতিক্রিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতার পরিচয় দিতেও আহ্বান জানিয়েছেন।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (৬ মে) আয়োজিত ব্রিফিংয়ে ধর্মীয় চাপের মুখে নারী সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সরকারি সিদ্ধান্ত নয়। তা একটি কমিশনের প্রস্তাব। আমাদের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্নমত এসেছে। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত থাকতেই পারে।
আসিফ নজরুল বলেন, অধিকাংশ ক্ষেত্রেই ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু নয়, গোটা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না, সমাজে ভিন্নমতের চর্চা থাকবে।