ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

    রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে ৮.৮ মাত্রার ভূমিকম্প ও সুনামি-সতর্কতা জারি

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর শক্তিশালী সুনামি আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে প্রশান্ত মহাসাগর উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল কামচাটকা উপদ্বীপের কাছে। কম্পনের কিছুক্ষণের মধ্যেই সুনামির প্রথম ঢেউ সেভেরো-কুরিলস্ক শহরের উপকূলে আছড়ে পড়ে, যার ফলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়।

    সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, সেভেরো-কুরিলস্ক শহরের প্রায় আড়াই হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং যতক্ষণ না সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানেই অবস্থান করবেন। তিনি আরও বলেন, “জরুরি সেবাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    রাশিয়ার ভূ-ভৌগলিক পরিষেবা এবং স্থানীয় প্রশাসনের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে, আর সাইরেন বাজার সঙ্গে সঙ্গে লোকজন আতঙ্কিতভাবে উঁচু জায়গার দিকে দৌড়াচ্ছেন।
    তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও সেভেরো-কুরিলস্কের আলাইদ নামের একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে। সেখানকার সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, এই ভূমিকম্পের পর কুড়িল দ্বীপপুঞ্জজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে তদারকি চলছে, এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে প্রশাসন সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।

    প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহ ঘটনায় রুশ প্রশাসন এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সকল বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট।

    নিউজটি শেয়ার করুন

    রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে ৮.৮ মাত্রার ভূমিকম্প ও সুনামি-সতর্কতা জারি

    আপডেট সময় ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

    রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর শক্তিশালী সুনামি আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে প্রশান্ত মহাসাগর উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল কামচাটকা উপদ্বীপের কাছে। কম্পনের কিছুক্ষণের মধ্যেই সুনামির প্রথম ঢেউ সেভেরো-কুরিলস্ক শহরের উপকূলে আছড়ে পড়ে, যার ফলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়।

    সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, সেভেরো-কুরিলস্ক শহরের প্রায় আড়াই হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং যতক্ষণ না সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানেই অবস্থান করবেন। তিনি আরও বলেন, “জরুরি সেবাগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    রাশিয়ার ভূ-ভৌগলিক পরিষেবা এবং স্থানীয় প্রশাসনের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, সুনামির পানি উপকূলীয় এলাকায় প্রবেশ করছে, আর সাইরেন বাজার সঙ্গে সঙ্গে লোকজন আতঙ্কিতভাবে উঁচু জায়গার দিকে দৌড়াচ্ছেন।
    তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও সেভেরো-কুরিলস্কের আলাইদ নামের একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে। সেখানকার সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    ইউজনো-সাখালিনস্ক ভূকম্পন কেন্দ্রের প্রধান এলেনা সেমেনোভা জানিয়েছেন, এই ভূমিকম্পের পর কুড়িল দ্বীপপুঞ্জজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে তদারকি চলছে, এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে প্রশাসন সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।

    প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহ ঘটনায় রুশ প্রশাসন এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সকল বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট।