শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারার কথা নয় : সারজিস আলম

- আপডেট সময় ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি “শাপলা” রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তবে “ধানের শীষও” প্রতীক হতে পারার কথা নয়। বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তার এই বক্তব্য আসে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ‘শাপলা’কে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত ঘোষণার পরপরই। পোস্টে সারজিস আলম লেখেন, শাপলা পুরোপুরি জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। তেমনি ধানের শীষ, পাটপাতা এবং তারকা চিহ্নও জাতীয় প্রতীকের উপাদান। তাই তার যুক্তি অনুযায়ী, যদি শাপলা প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষকেও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য বলা চলে না।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় প্রতীকের কোনো একটি অংশ যদি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহারযোগ্য হয়, তাহলে শাপলাও সেই তালিকায় আসতে পারে। তার ভাষায়, শাপলা জাতীয় ফুল হিসেবে আইনগতভাবে প্রতীক হিসেবে ব্যবহারে কোনো বাধা নেই। উদাহরণ হিসেবে তিনি কাঁঠালের কথা উল্লেখ করেন, যেটি জাতীয় ফল এবং ইতোমধ্যে একটি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।
পোস্টের একপর্যায়ে সারজিস আলম বলেন, যদি প্রতীক দেখে ভয় পান, তাহলে সেটা আগেভাগেই বলে দেওয়া উচিত। এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘শাপলা’কে নির্বাচনি প্রতীক হিসেবে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।