শ্রীনগরে প্রাইভেটকারের চাপায় পথচারি নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৪:৩২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ২৯৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার কেওটখালি অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম রফিকুল ইসলাম। তিনি কুড়িগ্রাম জেলার ভূইমারী উপজেলার বাসিন্দা। তিনি ঢাকায় বসবাস করেন।
দুর্ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করলে একটি অ্যাম্বুলেন্স দ্রুত গাড়িটি গতিরোধ করে। পরে রাত ১০টার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘাতক প্রাইভেটকারসহ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিতে থানায় এসেছেন। ঘাতক প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে। প্রাইভেটকারটিও হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।
ট্যাগস :