শ্রীলঙ্কা-লিবিয়া-ফিলিপাইনসহ আরও ৭ দেশের ওপর শুল্ক আরোপ : ট্রাম্প

- আপডেট সময় ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র আরও সাতটি দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ সাত দেশের পণ্যের ওপর ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, বুধবার ট্রাম্প এই সিদ্ধান্তের ঘোষণা দেন এবং জানান, নতুন শুল্ক নীতির আওতায় ফিলিপাইনের পণ্যের ওপর ২০ শতাংশ, ব্রুনেই ও মলদোভার ওপর ২৫ শতাংশ এবং শ্রীলঙ্কা, ইরাক, আলজেরিয়া ও লিবিয়ার পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
এই তথ্য ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত এক চিঠির মাধ্যমে জানান। চিঠিগুলো সংশ্লিষ্ট দেশের নেতাদের উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে ট্রাম্প লিখেছেন, “আমরা আপনাদের সঙ্গে অগ্রসর হতে চাই, তবে সেটা হবে কেবল আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে।”
তিনি আরও বলেন, এই শুল্ক হার যথেষ্ট নয় যাতে যুক্তরাষ্ট্রের এসব দেশের সঙ্গে চলমান বাণিজ্য ঘাটতি সম্পূর্ণভাবে দূর করা যায়। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি কোনো দেশ অন্য মাধ্যমে বা অন্য দেশের নাম ব্যবহার করে পণ্য পাঠিয়ে শুল্ক এড়ানোর চেষ্টা করে, তবে সেসব পণ্যের ওপরও উচ্চ শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে, যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ওই দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে।
ট্রাম্পের ভাষায়, “দীর্ঘদিন ধরে শুল্ক, অশুল্ক নীতি এবং বিভিন্ন বাণিজ্যিক বাধার মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অস্থিতিশীল বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, তা শুধরানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া জরুরি।” এর আগেও ট্রাম্প জানিয়েছিলেন, তিনি সপ্তাহের শুরু থেকেই বিভিন্ন দেশের প্রতি নতুন শুল্ক হার সংক্রান্ত চিঠি পাঠাবেন।
আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে ১ আগস্ট থেকে। এরপর আরও ১২টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে এই নতুন শুল্ক নীতিগুলো ১ আগস্ট থেকে কার্যকর হবে।