ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

    সচিবালয়ে প্রধান উপদেষ্টার দ্বিতীয় উপস্থিতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
    • / ২৫৫ বার পড়া হয়েছে

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেন। তার আগমনকে ঘিরে সচিবালয়ে নেওয়া হয় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। একমাত্র ১ নম্বর গেট খোলা রেখে অন্য সব গেট বন্ধ করে দেওয়া হয়, এবং সেখানে সোয়াত সদস্যদের দেখা যায় দায়িত্ব পালন করতে।

    সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ইউনূস। নবনির্মিত ভবনটিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম বৈঠক। সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশেই অবস্থিত এই ভবনে প্রথমবারের মতো এমন একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে।

    এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। তখন উপদেষ্টা পরিষদের বৈঠকটি মন্ত্রিপরিষদ বিভাগের ছয় নম্বর ভবনে, পুরোনো সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় ইউনূসের নেতৃত্বে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছিল রাষ্ট্রীয় বাসভবন যমুনায়।

    সরকার পতনের সময় ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর সেটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয় এবং তখন থেকেই সেখানেই নিয়মিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। আজকের সচিবালয় বৈঠক নতুন ভবনে অনুষ্ঠিত হওয়ায় এটি প্রশাসনিক ও প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।

    নিউজটি শেয়ার করুন

    সচিবালয়ে প্রধান উপদেষ্টার দ্বিতীয় উপস্থিতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা

    আপডেট সময় ০১:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেন। তার আগমনকে ঘিরে সচিবালয়ে নেওয়া হয় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। একমাত্র ১ নম্বর গেট খোলা রেখে অন্য সব গেট বন্ধ করে দেওয়া হয়, এবং সেখানে সোয়াত সদস্যদের দেখা যায় দায়িত্ব পালন করতে।

    সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ইউনূস। নবনির্মিত ভবনটিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম বৈঠক। সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশেই অবস্থিত এই ভবনে প্রথমবারের মতো এমন একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হচ্ছে।

    এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। তখন উপদেষ্টা পরিষদের বৈঠকটি মন্ত্রিপরিষদ বিভাগের ছয় নম্বর ভবনে, পুরোনো সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় ইউনূসের নেতৃত্বে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছিল রাষ্ট্রীয় বাসভবন যমুনায়।

    সরকার পতনের সময় ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর সেটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তর করা হয় এবং তখন থেকেই সেখানেই নিয়মিত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে। আজকের সচিবালয় বৈঠক নতুন ভবনে অনুষ্ঠিত হওয়ায় এটি প্রশাসনিক ও প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।