সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নেই

- আপডেট সময় ০২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / ২৬০ বার পড়া হয়েছে
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন।
শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমের মরদেহ বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। তাঁর ছেলে ও মেয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন; তারা দেশে ফিরলে জানাজা ও দাফনের সময় ও স্থান নির্ধারণ করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে শামসুল হুদার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ড. শামসুল হুদা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা দেশ-বিদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে প্রশংসিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি, বিএনপি ৩০টি এবং জাতীয় পার্টি ২৭টি আসনে বিজয়ী হয়।
সিইসি হিসেবে তাঁর সময়ে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী ব্যবস্থার আধুনিকীকরণ এবং নির্বাচন কমিশনের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ২০১২ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।প্রশাসনিক ক্যারিয়ারে ড. শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে যুক্ত হন। কর্মজীবনে তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।