সুষ্ঠু নির্বাচনই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব-প্রধান উপদেষ্টা ড. ইউনূস

- আপডেট সময় ০৩:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশে বলেন, নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এছাড়া বৈঠকে আলোচিত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের রক্ষা করা শিক্ষক মেহেরিন চৌধুরীর অবদান। তার সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
সকাল থেকে শুরু হওয়া এই নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রণালয়গুলোর প্রস্তাবিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।