ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

    সৌদি আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানায়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত ব্যাপক নিরাপত্তা অভিযানে মোট ২২ হাজার ৭২ জনকে আটক করা হয়।

    সরকারি তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

    অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬৪০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপীয়, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং অবশিষ্ট ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৪৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের অভিযোগে ৩৭ জন সৌদি নাগরিকও আটক হয়েছেন।

    বর্তমানে ২৬ হাজার ৬৩০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে দেশে ফেরানোর জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, আর ৩ হাজার ১৩৬ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। ইতোমধ্যে ১১ হাজার ৫৮ জনকে নিজ দেশে পাঠানো হয়েছে।

    সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বর্তমানে দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে লাখ লাখ প্রবাসী বিভিন্ন খাতে কর্মরত। স্থানীয় গণমাধ্যমে প্রায়ই আইন লঙ্ঘনকারী ও অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান এবং আটকের খবর প্রকাশিত হয়ে থাকে।

    নিউজটি শেয়ার করুন

    সৌদি আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

    আপডেট সময় ০৫:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

    সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানায়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশজুড়ে পরিচালিত ব্যাপক নিরাপত্তা অভিযানে মোট ২২ হাজার ৭২ জনকে আটক করা হয়।

    সরকারি তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

    অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৬৪০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপীয়, ৩৫ শতাংশ ইয়েমেনি এবং অবশিষ্ট ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৪৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের অভিযোগে ৩৭ জন সৌদি নাগরিকও আটক হয়েছেন।

    বর্তমানে ২৬ হাজার ৬৩০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে দেশে ফেরানোর জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, আর ৩ হাজার ১৩৬ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। ইতোমধ্যে ১১ হাজার ৫৮ জনকে নিজ দেশে পাঠানো হয়েছে।

    সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বর্তমানে দেশটিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে লাখ লাখ প্রবাসী বিভিন্ন খাতে কর্মরত। স্থানীয় গণমাধ্যমে প্রায়ই আইন লঙ্ঘনকারী ও অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান এবং আটকের খবর প্রকাশিত হয়ে থাকে।