১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে।
এ বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।
আজ সোমবার বিটিআরসি-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে,
নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার অর্থাৎ মালিকানা পরিবর্তন করুন।
নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা ১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।
যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন নিজ দায়িত্বের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি।
 ট্যাগস : 
Bangladesh SIM registration limit Bangladesh telecom news BTRC announcement BTRC notice 2025 BTRC SIM deregistration Dhaka Press Dhaka Press News mobile operator update mobile SIM regulation 2025 SIM deactivation SIM limit Bangladesh SIM ownership Bangladesh telecom regulation Bangladesh ঢাকা প্রেস
 
 













