২০২৬ বিশ্বকাপেও মাঠে মেসি! সুয়ারেজের মুখে চাঞ্চল্যকর দাবি

- আপডেট সময় ০৩:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ৩১২ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বে এখন সবাই এক প্রশ্নে আটকে—কবে অবসর নেবেন লিওনেল মেসি? ৩৭ বছর বয়সী এই কিংবদন্তির ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও থামার লক্ষণ নেই!
কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণের পরও মেসির জুতোয় এখনো আগুন।
আর এবার তার ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ জানালেন, ২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি!
মেসির কাছে ফুটবলে পাওয়ার মতো আর কিছুই বাকি নেই—ব্যালন ডি’অর, বিশ্বকাপ, ক্লাব পর্যায়ে সব সাফল্য। তবুও কেন এই টান? মেসি নিজে কিছু না বললেও তার অন্তরঙ্গ বন্ধু সুয়ারেজের কথায় ফুটবলপ্রেমীদের আশার আলো। ইন্টার মায়ামিতে একসঙ্গে খেলার সময় সুয়ারেজ জানিয়েছেন, *”মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান। আমরা কখনোই তার অবসর নিয়ে আলোচনা করি না!”*
শুধু সুয়ারেজ নন, মেসিকে আরও এক বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টিনার কোচ ও সতীর্থরাও। এখন শুধু অপেক্ষা—মেসির চূড়ান্ত সিদ্ধান্তের! ফুটবল বিশ্ব জানে, এই জাদুকর যখন ইচ্ছে করেই মাঠে ঝড় তোলেন। ২০২৬-এর মাঠেও কি দেখা যাবে সেই ম্যাজিক? সন্দেহের কোনো অবকাশই রাখছেন না সুয়ারেজ!