২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে (ইসি)

- আপডেট সময় ০৫:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ২৫৮ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রস্তুতি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব।
নির্বাচন পর্যন্ত এ প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না।” এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানাবেন।
ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব। সেই চিঠিতে অনুরোধ জানানো হবে, যেন রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করা হয়।”
তিনি আরও জানান, একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু হবে অবিলম্বে। এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণও নিশ্চিত করতে চায় সরকার। “ভোটারদের বিষয়ে আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই—এবার আমরা চাই প্রবাসী ভোটাররাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,” বলেন প্রধান উপদেষ্টা।