খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের ২ যাত্রীর

- আপডেট সময় ০১:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৩২৪ বার পড়া হয়েছে
খুলনা শহরের হোগলাডাঙ্গা মোড়ে এলপি গ্যাস ভর্তি ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুইজন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।নিহতরা হলেন হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরও পাঁচজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।