ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডাকাতদের হামলা: একজন নিহত

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
    • / ২৬০ বার পড়া হয়েছে

    রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় ডাকাতদের হামলায় ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম (৭৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে বিবিরবাগিচার ইত্যাদি গলির ৭৬/২/ই নম্বর পাঁচতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় এই দম্পতির বাসায় ডাকাতি হয়। বাড়িটির বাসিন্দা এবং নিহতের মেয়ে সালমা বেগম জানান, বাড়িটি তাদের নিজস্ব। দ্বিতীয় তলায় থাকতেন তার বাবা-মা, আর তিনি নিজে থাকেন রাজধানীর রায়েরবাগ এলাকায়। ভোররাতে বাসার গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে ঢুকে তার বাবা-মাকে মারধর ও জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাবা-মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

    সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সালেহা বেগমের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন মেয়ে সালমা। প্রাথমিক চিকিৎসা শেষে সালেহা বেগমকে পরে জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ডাকাতদের হামলা: একজন নিহত

    আপডেট সময় ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

    রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় ডাকাতদের হামলায় ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম (৭৫) আহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে বিবিরবাগিচার ইত্যাদি গলির ৭৬/২/ই নম্বর পাঁচতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় এই দম্পতির বাসায় ডাকাতি হয়। বাড়িটির বাসিন্দা এবং নিহতের মেয়ে সালমা বেগম জানান, বাড়িটি তাদের নিজস্ব। দ্বিতীয় তলায় থাকতেন তার বাবা-মা, আর তিনি নিজে থাকেন রাজধানীর রায়েরবাগ এলাকায়। ভোররাতে বাসার গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে ঢুকে তার বাবা-মাকে মারধর ও জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে। পরে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাবা-মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

    সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সালেহা বেগমের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন মেয়ে সালমা। প্রাথমিক চিকিৎসা শেষে সালেহা বেগমকে পরে জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।