ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

    বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন, তৃতীয় লিঙ্গের ১৯ জন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০১:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
    • / ২৫৭ বার পড়া হয়েছে

    নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং ২ জন পুরুষ রয়েছেন।

    বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়া হয়। পরদিন শুক্রবার (১০ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম থেকে তাদের উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

    নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের। তারা বিভিন্ন সময়ে, কেউ ছয় মাস আগে, কেউবা ১২ বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

    তিনি আরও জানান, বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত এলাকায় ৩১ বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন। তাদের পরিচয় যাচাই শেষে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, পুশ-ইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক।

    এদিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আতকাপাড়া সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিদের বিষয়ে এখনো বিজিবির পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিজিবি থেকে তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

    নিউজটি শেয়ার করুন

    বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন, তৃতীয় লিঙ্গের ১৯ জন

    আপডেট সময় ০১:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

    নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং ২ জন পুরুষ রয়েছেন।

    বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়া হয়। পরদিন শুক্রবার (১০ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তবর্তী আতকাপাড়া গ্রাম থেকে তাদের উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

    নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের। তারা বিভিন্ন সময়ে, কেউ ছয় মাস আগে, কেউবা ১২ বছর আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

    তিনি আরও জানান, বর্তমানে তারা বিজয়পুর সীমান্ত এলাকায় ৩১ বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন। তাদের পরিচয় যাচাই শেষে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, পুশ-ইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক।

    এদিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আতকাপাড়া সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিদের বিষয়ে এখনো বিজিবির পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিজিবি থেকে তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।