ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

    দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিটফোর্ডের হত্যাকারীদের বিচার হবে : আসিফ নজরুল

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
    • / ২৫৯ বার পড়া হয়েছে

    রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) কে, নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    তিনি জানান, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২’ এর ধারা ১০ এর অধীনে এই মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। পোস্টে আসিফ নজরুল লেখেন, “মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।” তিনি আরও বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

    আসিফ নজরুলের ফেসবুক পোস্টটি ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। মাত্র ৩৫ মিনিটের মধ্যেই পোস্টটিতে সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য জমা পড়ে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত জানান। একজন সিনিয়র সাংবাদিক ফয়সাল আতিক মন্তব্য করেন, প্রশাসন বারবার পাঁচজনের কথা বলছে কেন? এই ঘটনায় আরও বেশি লোক জড়িত থাকতে পারে না? না কি অল্প কিছু লোককে দেখিয়ে জনতুষ্টি অর্জনের চেষ্টা হচ্ছে?

    আরেকজন মন্তব্যকারী, ফরিদ উদ্দিন আল মাদানী লিখেছেন, “ভাইরাল হলেই অপরাধীকে গ্রেপ্তার করা হয়, এরপর আর কোনো অগ্রগতি থাকে না। আছিয়াকে নিয়ে তো অনেক কথা বলা হয়েছিল, তার শেষ খবর কী? বিচারের নামে দীর্ঘ সময় নষ্ট করে অপরাধীদের বেপরোয়া করে তোলা হয়।

    মিটফোর্ডের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতে দৃঢ় প্রতিশ্রুতি থাকলেও, সাধারণ মানুষ চায় এই প্রতিশ্রুতির বাস্তবায়ন।

    নিউজটি শেয়ার করুন

    দ্রুত বিচার ট্রাইব্যুনালে মিটফোর্ডের হত্যাকারীদের বিচার হবে : আসিফ নজরুল

    আপডেট সময় ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

    রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) কে, নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    তিনি জানান, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২’ এর ধারা ১০ এর অধীনে এই মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। পোস্টে আসিফ নজরুল লেখেন, “মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।” তিনি আরও বলেন, এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

    আসিফ নজরুলের ফেসবুক পোস্টটি ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। মাত্র ৩৫ মিনিটের মধ্যেই পোস্টটিতে সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য জমা পড়ে, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত জানান। একজন সিনিয়র সাংবাদিক ফয়সাল আতিক মন্তব্য করেন, প্রশাসন বারবার পাঁচজনের কথা বলছে কেন? এই ঘটনায় আরও বেশি লোক জড়িত থাকতে পারে না? না কি অল্প কিছু লোককে দেখিয়ে জনতুষ্টি অর্জনের চেষ্টা হচ্ছে?

    আরেকজন মন্তব্যকারী, ফরিদ উদ্দিন আল মাদানী লিখেছেন, “ভাইরাল হলেই অপরাধীকে গ্রেপ্তার করা হয়, এরপর আর কোনো অগ্রগতি থাকে না। আছিয়াকে নিয়ে তো অনেক কথা বলা হয়েছিল, তার শেষ খবর কী? বিচারের নামে দীর্ঘ সময় নষ্ট করে অপরাধীদের বেপরোয়া করে তোলা হয়।

    মিটফোর্ডের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিতে দৃঢ় প্রতিশ্রুতি থাকলেও, সাধারণ মানুষ চায় এই প্রতিশ্রুতির বাস্তবায়ন।