ইসরাইলি হামলায় গাজায় আরও ৭৮ জন নিহত, ত্রাণ কেন্দ্রে প্রাণহানি বাড়ছে

- আপডেট সময় ০২:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ২৬২ বার পড়া হয়েছে
ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।
বিশেষ করে দক্ষিণ গাজার রাফাহ শহরে এক ত্রাণ বিতরণকেন্দ্রের পাশে চালানো ইসরাইলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের আশপাশে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এরই মধ্যে বেড়ে ৮৩৮ জনে পৌঁছেছে।
এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুসে বাস্তুচ্যুতদের একটি শিবিরে চালানো বিমান হামলায় নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন বহু। কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় আরও ৪ জন নিহত হন। উত্তর গাজা ও গাজা শহরেও ইসরাইলি সেনারা হামলা জোরদার করেছে। গাজা শহরে এক অ্যামবুশ অভিযানে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি একটি ট্যাংকে রকেট হামলা চালায় এবং পরে ছোট অস্ত্র দিয়ে গুলি করে। এতে তিনজন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সংবাদমাধ্যমগুলো।
এর প্রতিক্রিয়ায় ইসরাইলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়ে গাজা শহরের টুফাহ ও শুজাইয়া এলাকার বহু আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে। শুধু গাজা শহরেই নতুন করে প্রাণ হারিয়েছেন ২৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ডজনখানেক।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যার মতো হামলা চালিয়ে আসছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সেখানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৭ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৭ হাজার মানুষ। চলমান মানবিক বিপর্যয়ের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও কার্যকর হস্তক্ষেপের অভাবে ফিলিস্তিনিদের দুর্ভোগ দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।