মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক পুলিশ হেফাজতে

- আপডেট সময় ১২:৪৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ২৮৮ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ খালেককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাতে গাংনী উপজেলা শহরে তার নিজ বাসা থেকে গাংনী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এম.এ খালেকের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে একাধিক মামলা বিচারাধীন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় প্রধান আসামি হিসেবে তিনি আটক হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার নাতির আকিকা উপলক্ষে জনসমাগমে উপস্থিত হওয়ার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, “তার বিরুদ্ধে পূর্বের মামলা ও নতুন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।” পুলিশ এ ঘটনায় বিস্তারিত তদন্ত করছে।