হোয়াইটওয়াশ হওয়ার পর মেজাজ হারিয়ে সমর্থকদের মারতে গেলেন খুশদিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৫:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / ৩৪৪ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর মেজাজ হারিয়ে সমর্থকদের দিকে তেড়ে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ।
শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ২২১ রানে থামে। ক্ষুব্ধ সমর্থকেরা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দলের সমালোচনা করলে খুশদিল মেজাজ হারিয়ে ফেলেন।
তিনি সমর্থকদের দিকে তেড়ে গেলে নিরাপত্তাকর্মীরা তাকে শান্ত করেন। এ ঘটনার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুরো সিরিজে খুশদিলকে দলে রাখা হলেও, তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
ট্যাগস :