মেসির জাদুতে ইন্টার মায়ামির ড্র, এমএলএসে তৃতীয় গোল তার

- আপডেট সময় ১০:০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
লিওনেল মেসি মাঠে নামবেন কি না সেই অনিশ্চয়তা কাটিয়ে আজ মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির বিপক্ষে গোল করে ইন্টার মায়ামিকে মূল্যবান এক পয়েন্ট এনে দিলেন।
পোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে মেসির গোল মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে ধরে রেখেছে।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে টরন্টো এফসির ফেদেরিকো বের্নারদেস্কি প্রথম গোল করলেও, একই সময়ের শেষ মিনিটে সমতা আনেন মেসি। বক্সের প্রান্ত থেকে ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের শটে জাল ফুঁড়ে দর্শকদের উল্লাসিত করেন আর্জেন্টাইন সুপারস্টার। এটি এমএলএসে মেসির চলতি মৌসুমে চতুর্থ ম্যাচে তৃতীয় গোল।
ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো ম্যাচের আগে মেসির খেলার বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি। তবে মাঠে নেমে আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের সেরা। মায়ামিতে যোগ দেওয়ার পর ৪৪টি গোল করা মেসির পেশাদার ক্যারিয়ারে মোট গোল এখন ৮৫৬।
ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল করার চেষ্টা করলেও আর স্কোরবোর্ড পরিবর্তন হয়নি। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে মায়ামি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে টরন্টো এখনো জয়হীন অবস্থায় ১৪তম স্থানে।
এদিকে, আগামী সপ্তাহে মায়ামিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লস অ্যাঞ্জেলেসের মুখোমুখি হতে হবে। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা দলটিকে ফিরে আসার জন্য আবারও মেসির জাদুর অপেক্ষায় ভক্তরা।