ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

    পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের মুকুটে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১২:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
    • / ২৬১ বার পড়া হয়েছে

    গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন (পিএফএ) সালাহকে দিয়েছে ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বার এই সম্মান জিতলেন ৩৩ বছর বয়সী লিভারপুল তারকা।

    লিভারপুলের লিগ শিরোপা জয়ে বড় অবদান রাখেন সালাহ। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি গোল। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে পিএফএ বর্ষসেরার ট্রফি। পুরস্কার হাতে পাওয়ার পর নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে সালাহ বলেন, “অবশ্যই আমি ফুটবলার হতে চেয়েছিলাম এবং বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখতাম। পরিবারের জন্য কিছু করতে চেয়েছিলাম। তবে তখন এত বড় কিছু ভাবা যায়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টেছে, স্বপ্ন আর লক্ষ্যও বড় হতে থেকেছে।”

    সালাহর সঙ্গে এ পুরস্কারের দৌড়ে ছিলেন তাঁর সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, নিউক্যাসল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক, চেলসির কোল পামার এবং আর্সেনালের ডেকলান রাইস। তবে মৌসুমজুড়ে সালাহর ধারাবাহিক সাফল্যই তাঁকে এগিয়ে দিয়েছে বাকিদের চেয়ে। এর আগে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন তিনি।

    একই আসরে ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মরগান রজার্স। ২৩ বছর বয়সী এই ফুটবলার ভিলার ইতিহাসে পঞ্চম তরুণ খেলোয়াড়, যিনি এই সম্মান পেলেন। তাঁর আগে অ্যান্ডি গ্রে, গ্যারি শ, অ্যাশলি ইয়ং এবং জেমস মিলনার এই পুরস্কার জিতেছিলেন। সম্মান পাওয়ার পর রজার্স বলেন, “আমি চাই ভবিষ্যতে সেই মহান খেলোয়াড়দের কাতারে নাম লেখাতে, যাঁদের নিয়ে মানুষ কথা বলে। এজন্য আমাকে তাঁদের পথ অনুসরণ করতে হবে। এখনো অনেক কিছু জেতার বাকি আছে।”

    এদিকে সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তেই। আর ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ স্যার গ্যারেথ সাউথগেটকে ফুটবলে তাঁর অবদান এবং ইংল্যান্ড দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছে ২০২৫ সালের পিএফএ মেরিট অ্যাওয়ার্ড।

    এভাবেই পুরস্কারের মঞ্চে একদিকে সালাহ ইতিহাস গড়েছেন, অন্যদিকে উঠে এসেছে নতুন তারকা মরগান রজার্সের নাম, আর ফুটবলের প্রতি আজীবন অবদানের জন্য সম্মানিত হয়েছেন গ্যারেথ সাউথগেট।

    নিউজটি শেয়ার করুন

    পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের মুকুটে ইতিহাস গড়লেন মোহাম্মদ সালাহ

    আপডেট সময় ১২:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

    গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন (পিএফএ) সালাহকে দিয়েছে ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বার এই সম্মান জিতলেন ৩৩ বছর বয়সী লিভারপুল তারকা।

    লিভারপুলের লিগ শিরোপা জয়ে বড় অবদান রাখেন সালাহ। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি গোল। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে পিএফএ বর্ষসেরার ট্রফি। পুরস্কার হাতে পাওয়ার পর নিজের শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে সালাহ বলেন, “অবশ্যই আমি ফুটবলার হতে চেয়েছিলাম এবং বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখতাম। পরিবারের জন্য কিছু করতে চেয়েছিলাম। তবে তখন এত বড় কিছু ভাবা যায়নি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টেছে, স্বপ্ন আর লক্ষ্যও বড় হতে থেকেছে।”

    সালাহর সঙ্গে এ পুরস্কারের দৌড়ে ছিলেন তাঁর সতীর্থ আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, নিউক্যাসল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক, চেলসির কোল পামার এবং আর্সেনালের ডেকলান রাইস। তবে মৌসুমজুড়ে সালাহর ধারাবাহিক সাফল্যই তাঁকে এগিয়ে দিয়েছে বাকিদের চেয়ে। এর আগে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন তিনি।

    একই আসরে ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মরগান রজার্স। ২৩ বছর বয়সী এই ফুটবলার ভিলার ইতিহাসে পঞ্চম তরুণ খেলোয়াড়, যিনি এই সম্মান পেলেন। তাঁর আগে অ্যান্ডি গ্রে, গ্যারি শ, অ্যাশলি ইয়ং এবং জেমস মিলনার এই পুরস্কার জিতেছিলেন। সম্মান পাওয়ার পর রজার্স বলেন, “আমি চাই ভবিষ্যতে সেই মহান খেলোয়াড়দের কাতারে নাম লেখাতে, যাঁদের নিয়ে মানুষ কথা বলে। এজন্য আমাকে তাঁদের পথ অনুসরণ করতে হবে। এখনো অনেক কিছু জেতার বাকি আছে।”

    এদিকে সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তেই। আর ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ স্যার গ্যারেথ সাউথগেটকে ফুটবলে তাঁর অবদান এবং ইংল্যান্ড দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়েছে ২০২৫ সালের পিএফএ মেরিট অ্যাওয়ার্ড।

    এভাবেই পুরস্কারের মঞ্চে একদিকে সালাহ ইতিহাস গড়েছেন, অন্যদিকে উঠে এসেছে নতুন তারকা মরগান রজার্সের নাম, আর ফুটবলের প্রতি আজীবন অবদানের জন্য সম্মানিত হয়েছেন গ্যারেথ সাউথগেট।