ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
    • / ২৫৮ বার পড়া হয়েছে

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মুন্সীগঞ্জের মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান।

    এরপর গাড়িটি সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

    নিউজটি শেয়ার করুন

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত

    আপডেট সময় ১১:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মুন্সীগঞ্জের মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান।

    এরপর গাড়িটি সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।