আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সংবিধানসম্মত নয়-সিইসি

- আপডেট সময় ০১:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ সংবিধানে নেই। তিনি স্পষ্ট করে বলেন, সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক চলছে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয়, তাহলে সেটা বাস্তবায়ন সম্ভব হবে।
শনিবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না।” প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচন কমিশন প্রস্তুতি জোরদার করেছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।
তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, নির্বাচনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা চলছে। ইতোমধ্যে নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে এবং আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সিইসি বলেন, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এর আগে নির্বাচনের দায়িত্বে থেকে স্বপ্রণোদিত হয়ে অনিয়ম করেছিলেন, তাদের এ দায়িত্বে রাখা হবে না। তিনি সতর্ক করে বলেন, “ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। কোনো ভোটকেন্দ্র দখল হলে পুরো ভোট বাতিল করে দেওয়া হবে।”
বর্তমান সরকারের চাপের বিষয়ে সিইসি বলেন, এখন পর্যন্ত সরকার তাকে কোনো চাপ দেয়নি। তিনি জানান, “যদি সরকার নির্বাচন নিয়ে আমাকে চাপ দেয়, আমি পদত্যাগ করব। চেয়ারে বসে থাকব না।” আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, তাদের বিচার চলছে। বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারের রায়ে কী হয়।”
পরে প্রধান নির্বাচন কমিশনার সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নানা দিকনির্দেশনা প্রদান করেন।