এই মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান-অপদস্থ করা হয়েছে, তা অযৌক্তিক- নুর

- আপডেট সময় ০৪:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের স্বাধীনতা প্রতিষ্ঠায় যে মুক্তিযোদ্ধারা অবদান রেখেছেন, তাদের মধ্যে একজন ফজলুর রহমান। এই দেশে স্বাধীনতা এনে দেওয়া এই মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান-অপদস্থ করা হয়েছে, তা অযৌক্তিক। তিনি বলেন, এমন পরিস্থিতিতে ফজলুর রহমানকে ‘ফজলু পাগলা’ বলা হয়েছে, অথচ তাকে সমালোচনা করার যোগ্যতা অনেকেরই নেই।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুরুল হক নুর বলেন, যারা দেশের বাইরে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিবাদের সময় ভূমিকা নিয়েছিলেন, তারা বর্তমানে দেশে আসছেন। কেউ বিদেশে থাকলেও প্রপাগান্ডা চালাচ্ছেন এবং বিভিন্ন দেশের এজেন্টের মতো কাজ করছেন। তিনি উল্লেখ করেন, ফজলু ভাইয়ের বয়স অনেক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অনেক অবদান রয়েছে। সেই অবদানের কারণে আমরা স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলতে পারি, লাল পাসপোর্ট ব্যবহার করতে পারি।
নুর বলেন, মুক্তিযোদ্ধাদের ভুল থাকতে পারে এবং সেই ভুল নিয়ে আলোচনা ও সমালোচনা করা যায়। তবে যেভাবে তাকে অপমান করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, শিশু এবং বয়স্কদের আচরণে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়, যা কিছুটা অবুঝ মনে হতে পারে। এই প্রসঙ্গে তিনি ব্যক্তিগত উদাহরণ টেনে বলেন, প্রতেক পরিবারের মধ্যে বয়স্ক আত্মীয় থাকে, যাদের জন্য এ ধরনের অপমান কষ্টদায়ক।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, রাজনৈতিক পার্টি ফর্মে অভিযোগ দাখিল করা বা সংবাদ সম্মেলনের মাধ্যমে ফজলুর রহমানের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করা সম্ভব। তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার জন্য মাস্টারমাইন্ড কারা ছিলেন তা দেশের মানুষ জানে, যদিও সহজে ভুলে যায়। সময়মতো প্রমাণসহ এই বিষয়গুলো স্মরণ করানো হবে।
নুরুল হক নুরের এই মন্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে ফজলুর রহমানের অবদান এবং তাকে অপমানের প্রেক্ষাপটে সমালোচনা ও সমর্থনের সমন্বয় তুলে ধরেছে।