১৬ এপ্রিল সেফহোমে ফজলে করিমকে জিজ্ঞাসাবাদ

- আপডেট সময় ০৯:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আগামী ১৬ এপ্রিল সেফহোমে এই জিজ্ঞাসাবাদ অনুষ্ঠিত হবে।
অপরদিকে, অসুস্থতার কারণ দেখিয়ে ফজলে করিমের আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেন। সেই জামিন আবেদনের শুনানির জন্য আগামী ২০ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুলাই পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
একই সাথে, এই মামলার আরেক আসামি যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এই মামলায় আরও অনেকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ৯ জন শহীদ এবং ৪৫৯ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।