স্বামী ও তিন সন্তান নিয়ে দক্ষিণ ভারতে স্থায়ীভাবে সংসার করতে চান-জাহ্নবী কাপুর

- আপডেট সময় ০৫:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তার অভিনয় জীবনের শুরু করেন ‘ধাড়াক’ সিনেমার মাধ্যমে। প্রায় সাত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর, গত ২৯ আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘পরম সুন্দরী’, যেখানে তিনি অভিনয় করেছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। সিনেমাটি মুক্তির পর থেকে ভালো সাড়া পাচ্ছে এবং এর প্রচারণায় জাহ্নবী ও সিদ্ধার্থ যোগ দিয়েছেন কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে।
প্রচার অনুষ্ঠানে মাতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপচারিতায় জাহ্নবী প্রকাশ করেছেন, তিনি ভবিষ্যতে স্বামী ও তিন সন্তান নিয়ে দক্ষিণ ভারতে স্থায়ীভাবে সংসার করতে চান। কপিল শর্মা তার সঙ্গে জিজ্ঞেস করেন, কেন তিন সন্তান? জাহ্নবী বলেন, “তিন আমার জন্য লাকি নম্বর। আর ঝগড়া সাধারণত দুইজনের মধ্যে হয়, তাই তৃতীয়জন থাকলে ভারসাম্য রক্ষা সম্ভব। আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।” এই মন্তব্যে কপিল, সিদ্ধার্থ এবং দর্শক সবাই হাসিতে ফেটে পড়েন।
জাহ্নবীর এমন ভাবনা নতুন নয়। এর আগে তিনি কোমল নাহতার শোতেও একই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বামী ও তিন সন্তান নিয়ে দক্ষিণ ভারতের তিরুমালা তিরুপতিতে বসবাস করার স্বপ্ন রয়েছে তার। সেখানে কলাপাতায় খাওয়া, মোগরা ফুলের সুগন্ধে ভরা পরিবেশ এবং মণি রত্নমের গান শুনে জীবনযাপন কল্পনা করেন।
তীরুপতিতে স্থায়ী হওয়ার পেছনের অন্যতম কারণ হলো তার মা, বলিউড অভিনেত্রী শ্রীদেবী, যিনি দক্ষিণ ভারতের মেয়ে ছিলেন। এই এলাকার প্রতি জাহ্নবীর বিশেষ আবেগ রয়েছে। প্রতিবছর নিজের জন্মদিন এবং প্রয়াত মায়ের জন্মবার্ষিকীতে তিনি ওই মন্দিরে যান।
এদিকে, জাহ্নবী ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন। শিখর পাহাড়িয়ার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে গুঞ্জনের বিষয়। সামাজিক মাধ্যমে দুজনের একসঙ্গে খোলামেলা ছবি এবং ছুটির মুহূর্তের শেয়ার তাদের ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন, কবে এই সম্পর্কের চারহাত এক হবে।