১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শুল্ক যুদ্ধে আকাশ ছুঁলো আমেরিকা-চীন, বিশ্ববাজারে ঝড়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ নতুন মোড় নিয়েছে। বুধবার থেকে বিশ্বজুড়ে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্ক’-এর জবাবে চীনও তাদের শুল্কের হার বাড়িয়েছে।

ট্রাম্প প্রশাসন পূর্ব ঘোষণা অনুযায়ী নয়ই এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর করার কয়েক ঘণ্টা আগে চীনের পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশ বৃদ্ধি করে। এর ফলে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ১০৪ শতাংশে।

জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা আজ ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ককে ‘নিপীড়ণমূলক’ আখ্যা দিয়ে এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

এর আগে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে চীনা পণ্যে শুল্কের হার আকাশ ছুঁয়েছে। গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র চীনের ওপর আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার একদিন পর, ৪ এপ্রিল চীনও একই হারে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরোপিত পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তবে দেশটির ওপর আরও ৫০ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে।

তিনি বলেন, ‘আমি আগেই সতর্ক করেছিলাম, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তবে তারা সঙ্গে সঙ্গেই নতুন ও অনেক বেশি হারে শুল্কের মুখোমুখি হবে।’

এই প্রতিক্রিয়ার উত্তরে চীন বলেছে, ‘চীনকে চাপ বা হুমকি দিয়ে কখনোই কোনো লাভ হবে না।’ চীনের বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত লড়াই করবে এবং যুক্তরাষ্ট্রের এই ‘ব্ল্যাকমেইলিং আচরণ’ তারা কোনোভাবেই মেনে নেবে না।

চীনের মূল অবস্থান হলো, শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার মতপার্থক্য সমাধান করা হোক। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে উপেক্ষা করে চীন এখনও তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শুল্ক যুদ্ধে আকাশ ছুঁলো আমেরিকা-চীন, বিশ্ববাজারে ঝড়

আপডেট সময় ০৭:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ নতুন মোড় নিয়েছে। বুধবার থেকে বিশ্বজুড়ে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্ক’-এর জবাবে চীনও তাদের শুল্কের হার বাড়িয়েছে।

ট্রাম্প প্রশাসন পূর্ব ঘোষণা অনুযায়ী নয়ই এপ্রিল এই বাড়তি শুল্ক কার্যকর করার কয়েক ঘণ্টা আগে চীনের পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশ বৃদ্ধি করে। এর ফলে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ১০৪ শতাংশে।

জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা আজ ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্ককে ‘নিপীড়ণমূলক’ আখ্যা দিয়ে এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

এর আগে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে চীনা পণ্যে শুল্কের হার আকাশ ছুঁয়েছে। গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র চীনের ওপর আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার একদিন পর, ৪ এপ্রিল চীনও একই হারে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরোপিত পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তবে দেশটির ওপর আরও ৫০ শতাংশ আমদানি শুল্ক বসানো হবে।

তিনি বলেন, ‘আমি আগেই সতর্ক করেছিলাম, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে, তবে তারা সঙ্গে সঙ্গেই নতুন ও অনেক বেশি হারে শুল্কের মুখোমুখি হবে।’

এই প্রতিক্রিয়ার উত্তরে চীন বলেছে, ‘চীনকে চাপ বা হুমকি দিয়ে কখনোই কোনো লাভ হবে না।’ চীনের বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত লড়াই করবে এবং যুক্তরাষ্ট্রের এই ‘ব্ল্যাকমেইলিং আচরণ’ তারা কোনোভাবেই মেনে নেবে না।

চীনের মূল অবস্থান হলো, শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার মতপার্থক্য সমাধান করা হোক। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে উপেক্ষা করে চীন এখনও তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে।