০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ইয়েমেনে মার্কিন বিমান হামলা: শিশু-নারীসহ ১০ প্রাণহানি, উত্তপ্ত লোহিত সাগর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের হোদেইদা বন্দরশহরে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ৪ শিশু ও ২ নারী। স্থানীয় সময় বুধবার চালানো এ হামলার তথ্য নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি। আল মাশিরা টিভি ও গালফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে হুথি হামলার জবাবেই এ অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইরান-সমর্থিত হুথিরা ইসরায়েলি বা সংশ্লিষ্ট জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে গত মার্চে ফের ইয়েমেনে বিমান হামলা তীব্র করে ওয়াশিংটন। অন্যদিকে, ১৮ মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের তাণ্ডব শুরু করে ইসরায়েল।

হুথিদের পাল্টা হামলা: হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বুধবার তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, তেল আবিবের সামরিক স্থাপনায় রকেট নিক্ষেপ করেছে এবং লোহিত সাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার “হ্যারি এস ট্রুম্যান”-কে লক্ষ্য করে ড্রোন আক্রমণ চালিয়েছে।

ইয়েমেনের নিয়ন্ত্রণ পরিস্থিতি: ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করা হুথিরা বর্তমানে দেশটির অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তবে আন্তর্জাতিক চাপ ও যুদ্ধবিগ্রহের মধ্যেও পুরো ইয়েমেনে তাদের আধিপত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে মার্কিন বিমান হামলা: শিশু-নারীসহ ১০ প্রাণহানি, উত্তপ্ত লোহিত সাগর

আপডেট সময় ১২:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের হোদেইদা বন্দরশহরে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ৪ শিশু ও ২ নারী। স্থানীয় সময় বুধবার চালানো এ হামলার তথ্য নিশ্চিত করেছেন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি। আল মাশিরা টিভি ও গালফ নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে লোহিত সাগরে হুথি হামলার জবাবেই এ অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইরান-সমর্থিত হুথিরা ইসরায়েলি বা সংশ্লিষ্ট জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে গত মার্চে ফের ইয়েমেনে বিমান হামলা তীব্র করে ওয়াশিংটন। অন্যদিকে, ১৮ মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের তাণ্ডব শুরু করে ইসরায়েল।

হুথিদের পাল্টা হামলা: হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বুধবার তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, তেল আবিবের সামরিক স্থাপনায় রকেট নিক্ষেপ করেছে এবং লোহিত সাগরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার “হ্যারি এস ট্রুম্যান”-কে লক্ষ্য করে ড্রোন আক্রমণ চালিয়েছে।

ইয়েমেনের নিয়ন্ত্রণ পরিস্থিতি: ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করা হুথিরা বর্তমানে দেশটির অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তবে আন্তর্জাতিক চাপ ও যুদ্ধবিগ্রহের মধ্যেও পুরো ইয়েমেনে তাদের আধিপত্য প্রতিষ্ঠা সম্ভব হয়নি।