০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শুল্কের বজ্রাঘাতে বিশ্বনেতাদের ‘স্যার’ ডাক: ট্রাম্পের বিদ্রুপ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নতুন “পাল্টা শুল্ক” নীতি কার্যকর হওয়ার পর থেকেই বৈশ্বিক নেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বিদ্রুপাত্মক সুরে বলেন, “এখন ওরা (বিশ্বনেতারা) আমাকে ‘স্যার’ বলছে, আমার পায়ে পড়ছে। আমাদের সঙ্গে চুক্তি করতে ওরা মরিয়া!”

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ইসরায়েল শুল্ক কমাতে ওয়াশিংটনে আলোচনা চালাচ্ছে। আগামী সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রীসহ জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার মতে, “৯ এপ্রিল থেকে কার্যকর এই শুল্ক আলোচনার ভিত্তিতে শিথিল করা যেতে পারে, কিন্তু চুক্তির শর্তানুযায়ীই কেবল তা সম্ভব।”

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশলের একটি “মাস্টারস্ট্রোক” হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক নেতৃত্বকে চাপে রাখার এই পদ্ধতিকে তিনি “অসাধারণ সাফল্য” বলে অভিহিত করেন। তবে, কোন দেশ কতটুকু শুল্ক ছাড় পাবে বা কী ধরনের চুক্তি হবে, তা এখনও অস্পষ্ট।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শুল্কের বজ্রাঘাতে বিশ্বনেতাদের ‘স্যার’ ডাক: ট্রাম্পের বিদ্রুপ

আপডেট সময় ০১:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুন “পাল্টা শুল্ক” নীতি কার্যকর হওয়ার পর থেকেই বৈশ্বিক নেতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বিদ্রুপাত্মক সুরে বলেন, “এখন ওরা (বিশ্বনেতারা) আমাকে ‘স্যার’ বলছে, আমার পায়ে পড়ছে। আমাদের সঙ্গে চুক্তি করতে ওরা মরিয়া!”

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ইসরায়েল শুল্ক কমাতে ওয়াশিংটনে আলোচনা চালাচ্ছে। আগামী সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রীসহ জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার মতে, “৯ এপ্রিল থেকে কার্যকর এই শুল্ক আলোচনার ভিত্তিতে শিথিল করা যেতে পারে, কিন্তু চুক্তির শর্তানুযায়ীই কেবল তা সম্ভব।”

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের বাণিজ্য কৌশলের একটি “মাস্টারস্ট্রোক” হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক নেতৃত্বকে চাপে রাখার এই পদ্ধতিকে তিনি “অসাধারণ সাফল্য” বলে অভিহিত করেন। তবে, কোন দেশ কতটুকু শুল্ক ছাড় পাবে বা কী ধরনের চুক্তি হবে, তা এখনও অস্পষ্ট।