০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

মেসির জাদুতে অসম্ভবকে সম্ভব: ২ গোলে পিছিয়ে থেকেও মিয়ামির মহাজয়!

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে তৈরি করলেন ইতিহাস! ২-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয়ী হয়ে সামগ্রিকভাবে ৩-২ ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন মেসি ও সহযোদ্ধারা।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের চেজ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে এই নাটকীয় জয়ে মেসির দুটি গোল ও দলের অবিশ্বাস্য লড়াই বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়ে এনেছে।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মিয়ামির জন্য দ্বিতীয় লেগ শুরুতেই ধাক্কা। ৯ মিনিটেই লস অ্যাঞ্জেলসের অ্যারন লংয়ের গোলে দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ২-০। তবে ৩৫মিনিটে মেসির জাদুকরি শটে গোল করে মিয়ামি আশা জাগায়। ৬১মিনিটে নোয়া অ্যালেনের অপ্রত্যাশিত গোলে সমতা আসে। ৮৪মিনিটে মেসি পেনাল্টি থেকে চূড়ান্ত গোলটি করে মিয়ামিকে এগিয়ে নেন।

২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসকে হারানোর স্মৃতিকে যেন পুনরাবৃত্তি করলেন মেসি। এবারও লরিসের জালে দুটি গোল ঝরালেন তিনি। ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ের মাচেরানো উল্লাসে বললেন, “মেসি থাকলে অসম্ভব শব্দটাই অস্তিত্বহীন!”

মেক্সিকোর ক্লাব পুমাস বা কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মুখোমুখি হবে মিয়ামি। গোলরক্ষক অস্কার উস্তারির শেষ মুহূর্তের দুর্দান্ত সেভকে কোচ “ম্যাচের চাবিকাঠি” বলে অভিহিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির জাদুতে অসম্ভবকে সম্ভব: ২ গোলে পিছিয়ে থেকেও মিয়ামির মহাজয়!

আপডেট সময় ০১:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মিয়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে তৈরি করলেন ইতিহাস! ২-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয়ী হয়ে সামগ্রিকভাবে ৩-২ ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন মেসি ও সহযোদ্ধারা।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের চেজ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে এই নাটকীয় জয়ে মেসির দুটি গোল ও দলের অবিশ্বাস্য লড়াই বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরিয়ে এনেছে।

প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মিয়ামির জন্য দ্বিতীয় লেগ শুরুতেই ধাক্কা। ৯ মিনিটেই লস অ্যাঞ্জেলসের অ্যারন লংয়ের গোলে দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ২-০। তবে ৩৫মিনিটে মেসির জাদুকরি শটে গোল করে মিয়ামি আশা জাগায়। ৬১মিনিটে নোয়া অ্যালেনের অপ্রত্যাশিত গোলে সমতা আসে। ৮৪মিনিটে মেসি পেনাল্টি থেকে চূড়ান্ত গোলটি করে মিয়ামিকে এগিয়ে নেন।

২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসকে হারানোর স্মৃতিকে যেন পুনরাবৃত্তি করলেন মেসি। এবারও লরিসের জালে দুটি গোল ঝরালেন তিনি। ম্যাচ শেষে কোচ হ্যাভিয়ের মাচেরানো উল্লাসে বললেন, “মেসি থাকলে অসম্ভব শব্দটাই অস্তিত্বহীন!”

মেক্সিকোর ক্লাব পুমাস বা কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মুখোমুখি হবে মিয়ামি। গোলরক্ষক অস্কার উস্তারির শেষ মুহূর্তের দুর্দান্ত সেভকে কোচ “ম্যাচের চাবিকাঠি” বলে অভিহিত করেছেন।