আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি

- আপডেট সময় ০৫:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ২৫১ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরা যেখানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে এক চালককে থামতে সিগনাল দেন ট্রাফিক পুলিশ।
আর সেই আইন প্রয়োগের মুহূর্তেই ঘটে এমন এক ঘটনা, যা হতবাক করেছে গোটা দেশকে !
মোটরসাইকেলে থাকা যুবক প্রকাশ্যে হত্যার হুমকি দেন এক ট্রাফিক সার্জেন্টকে। তারপরও থেমে থাকেনকি সে,
একই সঙ্গে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার ভয়ংকর স্মৃতি স্মরন করে বলেন ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি।
এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে। এতবড় দুঃসাহস অবশেষে জেল ও জরিমানায় শেষ হয় দুই যুবকের বেপরোয়া আচরণ।
ঘটনাটি ঘটেছে বুধবার ২৯ অক্টোবর সকালে, রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।
ডিউটিতে ছিলেন ট্রাফিক সার্জেন্ট আলী। নিয়ম অনুযায়ী যানজট নিয়ন্ত্রণের কাজ করছিলেন তিনি। ঠিক তখনই, হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চোখে পড়ে তাঁর।
আইন অনুযায়ী সিগন্যাল দেন সার্জেন্ট আলী এবং তার মোটরসাইকেলের কাগজ পত্র দেখতে চান।
কিন্তু থামানো সেই মোটরসাইকেলের চালক ও আরোহী আচরণ ছিলো ভয়ঙ্কর!
চালক সাদিকুর রহমান ও আরোহী আব্দুর রহিম দুজনই শুরু করেন অশ্রাব্য গালাগাল, আর তারপরই ট্রাফিক সার্জেন্টকে হুমকি দিয়ে বলেন
“৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে !
এমন হুমকিতে থমকে যান আশপাশের মানুষজনও।সার্জেন্ট আলী সঙ্গে সঙ্গে বিষয়টি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।
পরে উত্তরা পশ্চিম থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবককে আটক করে। গ্রেপ্তারের পর তাদের পাঠানো হয় ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে।
আদালত তদন্ত শেষে চালক সাদিকুর রহমানকে এক মাসের কারাদণ্ড এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।
ডিএমপি’র ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার এসি মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি এমন হুমকি কখনোই বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, পুলিশের প্রতি হুমকি মানেই রাষ্ট্রের আইনের প্রতি চ্যালেঞ্জ এবং এমন অপরাধে জড়িত কেউই ছাড় পাবে না।
সম্প্রতি রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশ হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।
তবুও কিছু চালকের বেপরোয়া মনোভাব, নিয়ম অমান্য করে জীবন ও নিরাপত্তা দুটোকেই ঝুঁকিতে ফেলছে প্রতিদিন।






















