০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বয়সের কাছে হার মানেনি নেতৃত্ব, ফের চেন্নাইয়ের হাল ধরলেন ধোনি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

চেন্নাই সুপার কিংসের যেন মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কোনো উপায় নেই। আবারও দলের প্রয়োজনে অধিনায়কত্বের গুরুভার কাঁধে তুলে নিলেন প্রায় ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির কারণে আইপিএলের বাকি অংশে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।

জানা গেছে, কনুইয়ের চোটে আক্রান্ত রুতুরাজ গায়কোয়াড় পুরো আইপিএল থেকেই ছিটকে পড়েছেন। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এই খবর নিশ্চিত করেছেন। ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে জোফরা আরচারের বল রুতুরাজের কনুইয়ে লাগে। সেই চোটের কারণে শেষ পর্যন্ত তিনি আর মাঠে নামতে পারছেন না।

রুতুরাজের অনুপস্থিতিতে চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি, যিনি এর আগে দলকে পাঁচবার আইপিএল শিরোপা এনে দিয়েছেন।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই এবং এই ম্যাচেই অধিনায়ক হিসেবে প্রথমবার দেখা যাবে ধোনিকে। গত ম্যাচে ব্যাট হাতে রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। এবার অধিনায়ক হিসেবে তার দায়িত্ব আরও বাড়ল। দেশকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো এই কিংবদন্তি ৪৩ বছর বয়সে আবারও চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, রুতুরাজ ১১ দিন আগে চোট পেলেও এর মাঝে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন। তবে প্রশ্ন উঠছে, চোট নাকি দলের খারাপ ফল, কোন কারণে তাকে নেতৃত্ব থেকে সরে যেতে হলো।

এর আগে ২০২২ সালে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি এবং রবিন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল। তবে দলের খারাপ পারফরম্যান্সের কারণে মৌসুমের মাঝপথেই ফের ধোনিকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়। গত বছর তরুণ রুতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব দেওয়া হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বয়সের কাছে হার মানেনি নেতৃত্ব, ফের চেন্নাইয়ের হাল ধরলেন ধোনি

আপডেট সময় ০২:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

চেন্নাই সুপার কিংসের যেন মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কোনো উপায় নেই। আবারও দলের প্রয়োজনে অধিনায়কত্বের গুরুভার কাঁধে তুলে নিলেন প্রায় ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ইনজুরির কারণে আইপিএলের বাকি অংশে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।

জানা গেছে, কনুইয়ের চোটে আক্রান্ত রুতুরাজ গায়কোয়াড় পুরো আইপিএল থেকেই ছিটকে পড়েছেন। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং এই খবর নিশ্চিত করেছেন। ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে গিয়ে জোফরা আরচারের বল রুতুরাজের কনুইয়ে লাগে। সেই চোটের কারণে শেষ পর্যন্ত তিনি আর মাঠে নামতে পারছেন না।

রুতুরাজের অনুপস্থিতিতে চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি, যিনি এর আগে দলকে পাঁচবার আইপিএল শিরোপা এনে দিয়েছেন।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে চেন্নাই এবং এই ম্যাচেই অধিনায়ক হিসেবে প্রথমবার দেখা যাবে ধোনিকে। গত ম্যাচে ব্যাট হাতে রান করলেও দলকে জেতাতে পারেননি তিনি। এবার অধিনায়ক হিসেবে তার দায়িত্ব আরও বাড়ল। দেশকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো এই কিংবদন্তি ৪৩ বছর বয়সে আবারও চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, রুতুরাজ ১১ দিন আগে চোট পেলেও এর মাঝে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেছিলেন। তবে প্রশ্ন উঠছে, চোট নাকি দলের খারাপ ফল, কোন কারণে তাকে নেতৃত্ব থেকে সরে যেতে হলো।

এর আগে ২০২২ সালে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি এবং রবিন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল। তবে দলের খারাপ পারফরম্যান্সের কারণে মৌসুমের মাঝপথেই ফের ধোনিকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়। গত বছর তরুণ রুতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব দেওয়া হয়েছিল।