ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক পদচ্যুত

- আপডেট সময় ০৩:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, “প্রশাসনিক স্বার্থে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এই পদায়ন করা হলো।”
গত ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এর আগে তিনি সিআইডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ পদস্খলনের প্রেক্ষাপট হিসেবে গত কয়েকদিন ধরে ডিবির একটি কর্মকাণ্ড নিয়ে সমালোচনা চলছে। গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা থেকে মডেল মেঘনা আলমকে আটক করে ডিবি। তাকে কোনো মামলা না করে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। এই আটক প্রক্রিয়া নিয়ে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলেছে।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে “সঠিক প্রক্রিয়া অনুসরণ না করা” বলে মন্তব্য করেছেন। বিশেষজ্ঞ মহলের ধারণা, মেঘনা আলমের আটক নিয়ে সমালোচনার প্রেক্ষাপটেই ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হতে পারে।
ডিএমপি সূত্রে জানা গেছে, শিগগিরই নতুন কাউকে ডিবি প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।