সেন্টমার্টিনবাসীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ

- আপডেট সময় ০১:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, যা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যে ভরপুর এই দ্বীপে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন। কিন্তু অতিরিক্ত পর্যটনচাপের ফলে হুমকির মুখে পড়েছে দ্বীপের পরিবেশ, সামুদ্রিক প্রাণী এবং প্রবালপ্রাচীর।
এই প্রেক্ষাপটে, সরকার দ্বীপে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এর ফলে যাতে স্থানীয়দের জীবিকা বিপন্ন না হয়, সেজন্য নেওয়া হচ্ছে বিকল্প কর্মসংস্থানের নানা উদ্যোগ।
রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন—সেন্টমার্টিনের পরিবেশ পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি স্থানীয়দের বিকল্প আয় নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
সভায় গঠিত হয় একটি ওয়ার্কিং কমিটি, যার নেতৃত্বে থাকবেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। কমিটিতে থাকবেন কৃষি, মৎস্য, পর্যটন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি। পরিকল্পনায় রয়েছে মাছ ধরায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, শুটকি মাছের ব্র্যান্ডিং, সিউইড, মাশরুম, সবজি চাষ, পোল্ট্রি ও গবাদিপশু পালন, নারীদের জন্য সেলাই ও হস্তশিল্প প্রশিক্ষণ।
তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে ফটোগ্রাফি, কনটেন্ট ক্রিয়েশন ও পরিবেশ বিষয়ক ট্যুর গাইড হিসেবে গড়ে তোলার জন্য। শিক্ষার্থীদের জন্য থাকবে সহায়তা কর্মসূচি। সভায় আরও জানানো হয়, দ্বীপে পর্যটন থাকবে, তবে তা হবে টেকসই ও নিয়ন্ত্রিত।