নাইজেরিয়ার মালভূমিতে রক্তাক্ত সংঘর্ষ, প্রাণ গেল অন্তত ৫২ জনের

- আপডেট সময় ১২:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
নাইজেরিয়ার মালভূমি রাজ্যে ভয়াবহ সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন। স্থানীয় সময় রোববার রাতে রাজ্যের বাসসা এলাকার জিকে ও কিমাকপা গ্রামে এ হামলা চালানো হয়। রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে উদ্ধার অভিযান এখনও চলছে।
এই হামলার ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং ৩০টির বেশি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবশ্য দাবি করছে, নিহতের সংখ্যা ৫৪ ছাড়িয়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন।
জাইক এলাকার স্থানীয় বাসিন্দা ডোরকাস জন জানান, অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা হঠাৎ করে গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০০ জনের একটি সশস্ত্র দল গোটা গ্রামে তাণ্ডব চালায়।
মালভূমি রাজ্যের রাজধানী জোস থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে এই হামলা সংঘটিত হয়। অঞ্চলটি দীর্ঘদিন ধরেই মুসলিম ফুলানি পশুপালক এবং খ্রিষ্টান কৃষকদের মধ্যে জমি নিয়ে চলা বিরোধের জন্য পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল উপস্থিতির সুযোগে এসব বিরোধ প্রায়ই প্রাণঘাতী সহিংসতায় রূপ নেয়, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে।
মধ্য নাইজেরিয়ার এই রাজ্যে গত দুই সপ্তাহে সহিংসতায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশের প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘটনাগুলো তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।