০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গুলশান আরা আহমেদ আর নেই, শোকের ছায়া অভিনয় জগতে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। মঙ্গলবার ভোর ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রীর মৃত্যুর খবরটি প্রথম জানা যায় তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে।

পরবর্তীতে অভিনেতা শাহেদ আলীসহ মিশা সওদাগর ও নির্মাতা কাজল আরেফিন অমি সহ অনেকেই সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গুলশান আরা আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার ফেসবুক আইডিতে একটি পোস্টে জানানো হয়েছিল যে তিনি হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের কারণে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন এবং সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছিল।

তবে, শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্ট থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেত্রী গুলশান আরাকে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হবে।

গুলশান আরা আহমেদ ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তবে বর্তমান প্রজন্মের কাছে তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে।

এছাড়াও, মাছরাঙা টেলিভিশনের ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটকেও তাকে দেখা গেছে। তার প্রয়াণে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গুলশান আরা আহমেদ আর নেই, শোকের ছায়া অভিনয় জগতে

আপডেট সময় ১২:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই। মঙ্গলবার ভোর ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রীর মৃত্যুর খবরটি প্রথম জানা যায় তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে।

পরবর্তীতে অভিনেতা শাহেদ আলীসহ মিশা সওদাগর ও নির্মাতা কাজল আরেফিন অমি সহ অনেকেই সামাজিক মাধ্যমে এই দুঃসংবাদটি নিশ্চিত করেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গুলশান আরা আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার ফেসবুক আইডিতে একটি পোস্টে জানানো হয়েছিল যে তিনি হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের কারণে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন এবং সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছিল।

তবে, শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্ট থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেত্রী গুলশান আরাকে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দাফন করা হবে।

গুলশান আরা আহমেদ ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তবে বর্তমান প্রজন্মের কাছে তিনি বিশেষভাবে পরিচিতি লাভ করেছিলেন কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে।

এছাড়াও, মাছরাঙা টেলিভিশনের ‘সিটি লাইফ’সহ অসংখ্য নাটকেও তাকে দেখা গেছে। তার প্রয়াণে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে।