অপরাধে গ্রেফতার, বরখাস্ত হলেন র্যাব-২ এর এএসপি জাবেদ ইকবাল

- আপডেট সময় ০১:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাবেদ ইকবালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় গ্রেফতারের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১১ ফেব্রুয়ারি এএসপি জাবেদ ইকবালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৩ নম্বর ধারায় জারি করা পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।
এ প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারার আলোকে তাকে গ্রেফতারের দিন থেকেই (১১ ফেব্রুয়ারি) সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য করা হয়েছে। বরখাস্ত অবস্থায় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এএসপি জাবেদ ইকবাল বরখাস্ত হওয়ায়, মোহাম্মদপুরে র্যাব-২ এর দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।