সয়াবিন তেলের দাম বাড়ল, বোতল ১৮৯ টাকা লিটার

- আপডেট সময় ০৪:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
তেলের বাজারে নতুন দাম ঘোষণা করলো সরকার। এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে লাগবে ১৮৯ টাকা। খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা এবং পাম অয়েল বিক্রি হবে ১৪৯ টাকা লিটার দরে।
আজ ১৫ এপ্রিল সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা জানান, এটি একটি সাময়িক সিদ্ধান্ত। বাজার পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আবারো মূল্য সমন্বয় করা হতে পারে।
নতুন দাম অনুযায়ী, ৫ লিটারের বোতল সয়াবিন তেলের দাম এখন ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। তিনি আরও জানান, সরকার এরইমধ্যে সাড়ে ৫০০ কোটি টাকা এবং রমজানে ২ হাজার কোটি টাকার রাজস্ব ছাড় দিয়েছে, যাতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা যায়।
দেশে বর্তমানে বছরে ৩০ লাখ মেট্রিক টন তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে ৭ লাখ মেট্রিক টন সরিষার তেল ও ৬ লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল দেশেই উৎপাদিত হয়।
মূল্যস্ফীতি নিয়ে আশ্বস্ত করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এখন তা এক অঙ্কে আছে, সহনীয় পর্যায়ে। তাই তেলের দামে এই পরিবর্তনে মাসে গড়ে ৭০ টাকার মতো অতিরিক্ত খরচ বাড়তে পারে, যা খুব বেশি প্রভাব ফেলবে না।