সিলেটে ঘরে বসেই জিডি; ৬ থানায় চালু হলো অনলাইন সেবা

- আপডেট সময় ০৪:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
সিলেট মহানগরবাসীর জন্য সহজ হলো জিডি করার পদ্ধতি। এখন আর থানায় গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জিডি করতে হবে না। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে সিলেট মহানগরীর ছয়টি থানায় সব ধরনের অনলাইন জিডি সেবা চালু হয়েছে।
আগে শুধুমাত্র হারানো বা প্রাপ্তির বিষয়ে অনলাইনে জিডি করা যেত। কিন্তু এবার থেকে বিকাশ প্রতারণা, হুমকি, নিরাপত্তার আশঙ্কা বা যেকোনো বিষয়ে ঘরে বসেই জিডি করা যাবে—একদম অনলাইনে।
পুলিশি সেবা আরও সহজ করতে সিলেট মহানগর ও চাঁদপুরে পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে এই সুবিধা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট শহরের যেসব থানায় অনলাইন জিডি সেবা চালু হলো:
-
কোতোয়ালী মডেল থানা
-
জালালাবাদ থানা
-
এয়ারপোর্ট থানা
-
শাহপরাণ (রহ.) থানা
-
দক্ষিণ সুরমা থানা
-
মোগলাবাজার থানা
কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক বলেন, পুলিশের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট ও চাঁদপুরে পরীক্ষামূলকভাবে শুরু হলেও, ভবিষ্যতে ধাপে ধাপে দেশের সব জেলা ও শহরে চালু হতে পারে অনলাইন জিডি সেবা।