ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ২৯২ বার পড়া হয়েছে

আগামী জুলাই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে এটি বিদ্যমান আইন দিয়ে করা সম্ভব নয়। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ এটাই প্রথম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদী ইসি

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বেশকিছু জেলায় গিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, তারা আরও উন্নতি করবেন। আইনশৃঙ্খলা প্রতিদিনই উন্নত হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

ভোটার তালিকা হালনাগাদে সন্তুষ্ট ইসি

নির্বাচন কমিশনার আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নির্ভুল ও পরিপূর্ণ ভোটার তালিকা অপরিহার্য। আমরা ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সঠিকভাবে সম্পন্ন করেছি এবং এতে আমরা সন্তুষ্ট। আমাদের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন করা। দেখা যাচ্ছে, ৪৩ লাখের বেশি বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছে এবং নতুন ভোটার হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার। মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। আশা করি, জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে।”

তিনি আরও যোগ করেন, “এখন প্রশ্ন হলো, তফসিল ঘোষণার আগে আরও অনেকের বয়স ১৮ বছর পূর্ণ হবে। তারাও ভোট দিতে চাইবে। এবার এই তরুণদের নতুন ভোটার হিসেবে যুক্ত করা হবে। নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যেন তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এবং তারা ভোট দিতে পারে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে

আপডেট সময় ০৫:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

আগামী জুলাই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেসব তরুণের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে এটি বিদ্যমান আইন দিয়ে করা সম্ভব নয়। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ এটাই প্রথম।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদী ইসি

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বেশকিছু জেলায় গিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, তারা আরও উন্নতি করবেন। আইনশৃঙ্খলা প্রতিদিনই উন্নত হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগের তুলনায় এখন পরিস্থিতি অনেক ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

ভোটার তালিকা হালনাগাদে সন্তুষ্ট ইসি

নির্বাচন কমিশনার আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নির্ভুল ও পরিপূর্ণ ভোটার তালিকা অপরিহার্য। আমরা ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সঠিকভাবে সম্পন্ন করেছি এবং এতে আমরা সন্তুষ্ট। আমাদের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন করা। দেখা যাচ্ছে, ৪৩ লাখের বেশি বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছে এবং নতুন ভোটার হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার। মোট ৬৩ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে। আশা করি, জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে।”

তিনি আরও যোগ করেন, “এখন প্রশ্ন হলো, তফসিল ঘোষণার আগে আরও অনেকের বয়স ১৮ বছর পূর্ণ হবে। তারাও ভোট দিতে চাইবে। এবার এই তরুণদের নতুন ভোটার হিসেবে যুক্ত করা হবে। নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যেন তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এবং তারা ভোট দিতে পারে।”