কুমিল্লায় বজ্রপাতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৪:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ৩১৭ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবিদ্বারে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা স্বামী ও দুই ছেলে আহত হয়েছেন।
উপজেলার রাজামেহার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের এক ফসলি মাঠে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আলেয়া বেগম (৪০)। তিনি একই এলাকার হাসেম মেম্বার বাড়ির মো. নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে নিজ জমিতে ধান কেটে মাড়াই করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার স্ত্রী আলেয়া বেগম মারা যান। এতে তিনি ও তার যমজ দুই ছেলে নাজিম ও আল আমিন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মো. ইলিয়াছ বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।
ট্যাগস :