যুক্তরাষ্ট্রে বাতিল হওয়া ভিসার অর্ধেকই ভারতীয় শিক্ষার্থীর: কংগ্রেস নেতার দাবি

- আপডেট সময় ০২:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
ট্রাম্প প্রশাসন গাজা সংকট ও প্যালেস্টাইনের সমর্থনে ক্যাম্পাস আন্দোলনের জেরে ৩২৭ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। এদের মধ্যে প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন কংগ্রেসের নেতা জয়রাম রমেশ।
জয়রাম রমেশ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে বলেন, “ভিসা বাতিলের কারণ ও প্রক্রিয়া অস্বচ্ছ। এটি ভারতীয় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।” তিনি প্রশ্ন তোলেন, “এই বিষয়ে ভারত সরকারের ভূমিকা কী? নীরব থাকার সময় এখন নয়।”
মার্কিন কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক বক্তব্যের কারণে এসব শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তবে অনেকের মতে, এটি মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা।
আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ভিসা বাতিলের শিকার শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি ভারতীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।