যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ২

- আপডেট সময় ০১:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ে এক ব্যক্তির গুলিতে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেসন ট্রামবাওয়ার জানিয়েছেন, বন্দুকধারী এফএসইউ-র ছাত্র। তবে নিহতরা ছাত্র নন। এ ঘটনায় হামলাকারীসহ আহত আরও পাঁচজনকে হাসপালালে নিয়ে যাওয়া হয়েছে। সবার শরীরেই গুলির আঘাত রয়েছে।
কর্তৃপক্ষ এই ঘটনার পরে এদিনের ক্লাস ও অন্যান্য অনুষ্ঠান মুলতুবি করে দিয়েছে।
পুলিশ জানিয়েছে হামলাকারীর বয়স ১৮ বছর। তিনি স্থানীয় এক কাউন্টি শেরিফের ছেলে। এই শেরিফ ১৮ বছর ধরে কর্মরত। তারই বন্দুক নিয়ে গুলি চালানো হয়েছে।
শেরিফ ওয়াল্ট ম্যাকনিল সাংবাদিকদের বলেন, তার ছেলের নাগালের মধ্যেই একটি বন্দুক ছিল। যে বন্দুকটি দিয়ে সে গুলি করে দুজন মানুষকে হত্যা করেছে। এই বন্দুকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয় অ্যাক্টিভ শুটার অ্যালার্ট জারি করার পর থেকেই অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরিসেবা প্রস্তুত ছিল।
ওয়ায়েন নামের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, প্রথম গুলির আওয়াজ শোনার পরেই সবাই পালাতে শুরু করে। এক মিনিট পর আরও আট থেকে দশটি গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়।
সূত্র: ডয়েচে ভেলে